এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সমাজের সব শ্রেণির মানুষের সাথে মিলে জমিয়তকে কাজ করতে হবে-মুফতি মুজিবুর রহমান

Daily Jugabheri
প্রকাশিত ০২ নভেম্বর, শনিবার, ২০২৪ ১৫:২৫:০১
বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সমাজের সব শ্রেণির মানুষের সাথে মিলে জমিয়তকে কাজ করতে হবে-মুফতি মুজিবুর রহমান

যুগভেরী ডেস্ক ::: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সভাপতি মুফতি মুজিবুর রহমান বলেছেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সমাজের সব শ্রেণির মানুষের সাথে মিলে জমিয়তকে কাজ করতে হবে। কারণ উলামায়ে কেরাম হলেন জাতির বিবেক আর আম জনতার বিবেককে জাগ্রত করতে হলে উলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি শুক্রবার (০১ নভেম্বর) দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শরীফ আহমদ শাহান, মাওলানা খালিদ আহমদ, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা এমদাদুল্লাহ, হাফেজ শামছুদ্দিন, মাওলানা সাইফুল হক, মাওলানা রেজাউল করিম রাজু, মাওলানা আব্দুর রহমান, মাওলানা ম্হুসিন আহমদ, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা দিদারুল আলম রাসেল, মাওলানা আযাদ আহমদ, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা মুজিবুল হক, মাওলানা হাবিব আহমদ, মাওলানা তানভীর আলম, মাওলানা সুলতান আহমদ, মাওলানা রায়হান আহমদ।

কাউন্সিলে মাওলানা ফখরুল ইসলামকে সভাপতি, হাফেজ মাওলানা আব্দুল কাদিরকে সাধারণ সম্পাদক ও মাওলানা সাইফুল হককে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন