এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে মাছের পোনা অবমুক্তকরণ

Daily Jugabheri
প্রকাশিত ০২ নভেম্বর, শনিবার, ২০২৪ ২১:৪৯:৩৪
জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে মাছের পোনা অবমুক্তকরণ

যুগভেরী ডেস্ক ::: জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে গতকাল ২ সেপ্টেম্বর শনিবার দুপুরে সিলেট নগরীর দক্ষিণ সুরমার লাউইয়াস্থ আঞ্চলিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের পুকুরে সিলেট জেলার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম শামীম প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা ও সংগঠক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আঞ্চলিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান, হলি আর্ট যুব সংস্থার সভাপতি, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক ও উদ্যোক্ততা আশফাক উদ্দিন আহমদ, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, মতস ইনস্ট্রাক্টর মোঃ মোস্তাফিজুর রহমান, আলমগীর কবির, মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম শামীম বলেন, প্রাকৃতিক জলাশয় কমে যাওয়ায় অনেক দেশীয় প্রজাতির মাছ এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে মনুষ্য সৃষ্ট নানা কারণে এসব প্রাকৃতিক জলাশয় ধ্বংস হয়ে যাওয়ায় মাছের পরিমাণ দিন দিন কমছে। এই সংকট মোকাবেলার জন্য ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির উদ্যোগে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করার একটি প্রশংসনীয় কার্যক্রম। তিনি সামাজিক সংগঠনগুলোকে এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন