এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা রজব, ১৪৪৬ হিজরি

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেফতার-৫

Daily Jugabheri
প্রকাশিত ২৬ অক্টোবর, শনিবার, ২০২৪ ২০:৫৪:০৮
মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেফতার-৫

হবিগেঞ্জর মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ দায়ে পাঁচজনকে গ্রেফতার করেছে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির বিজিবি টহলদল। শনিবার বেলা ১১ টার সময় সন্তোষপুর সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- যশোহর শার্শা উপজেলার বাহাদুর গ্রামের মো. আঃ সবুর মিয়া(২৭), খুলনার সোনাডাঙ্গা সদরের মো. মাছুম মিয়া (৩০), বাগেরহাটের মোড়লগন্জ থানার চরহোগলি বানিয়াপাড়ার মো. সুমন মিয়া(২৫), মাধবপুর উপজেলার মালাঞ্চপুর গ্রামের মো. ইমন মিয়া (২৯) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বড় বাদুর গ্রামের সোহরাব হোসে ন(৪২)।

২৫ বিজিবির ধর্মঘর বিওপির কোম্পানি কমান্ডার আব্দুর রউপ জানান, দেড় বছর আগে সবুর মিয়া, মাছুম মিয়া ও মোঃ সুমন মিয়া যশোহর বেনাপোল সীমান্ত দিয়ে রাজমিস্ত্রি কাজের সন্ধান ভারতে গিয়েছিল। মানব পাচারকারী ইমন মিয়া ও সোহরাব হোসেনের সাথে টাকার চুক্তিতে ভারতে থেকে ধর্মঘর সীমান্ত দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের সময় তারা বিজিবি টহল দল তাদের গ্রেপ্তার করে। সরাইল ২৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে যে কোন অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ করতে সীমান্তে টহল আরো জোরদার করা হয়েছে।

এরআগে শনিবার (১৯ অক্টোবর) রাতে একই এলাকা থেকে ভারতে অনুপ্রবেশের সময় এক দম্পতি ও দুই কিশোরীসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন