এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা রজব, ১৪৪৬ হিজরি

নিহত-আহতদের রক্তের দাগ এখনো শুকায়নি, সতর্ক থাকতে হবে–মুহাম্মদ ফখরুল ইসলাম

Daily Jugabheri
প্রকাশিত ২২ অক্টোবর, মঙ্গলবার, ২০২৪ ২১:৩২:০৫
নিহত-আহতদের রক্তের দাগ এখনো শুকায়নি, সতর্ক থাকতে হবে–মুহাম্মদ ফখরুল ইসলাম

যুগভেরী ডেস্ক :::

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলীতে আহত হয়ে চিকিৎসাধীন রাশেদ আহমদের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। সোমবার বিকেলে মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাশেদ আহমদকে দেখতে যান তারা। নেতৃবৃন্দ রাশেদ আহমদের চিকিৎসার খোঁজ খবর নেন, জামায়াতের পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান তুলে দেন এবং নিয়মিত সহযোগিতার আশ^াস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারী ড. নুরুল ইসলাম বাবুল, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পশ্চিম থানা আমীর মুহাম্মদ আজিজুল ইসলাম, সেক্রেটারী পারভেজ আহমদ, ১৩নং ওয়ার্ড সেক্রেটারী ডা. মোবারক আহমদ প্রমূখ।

আর্থিক অনুদান প্রদানকালে সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার নিজের অবৈধ ক্ষমতা ঠিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে দলীয় বাহিনীতে পরিনত করেছিল। আওয়ামী অঙ্গ-সংগঠন ও পুলিশের নৃশংস হামলায় সিলেটের শত শত ছাত্র-জনতা গুরুতর আহত হয়েছেন। হাসিনা সরকারের পতনের ৩ মাস পরও অনেকেই এখনো ব্যথায় হাসপাতালের বেডে কাতড়াচ্ছেন। নিহত ও আহতদের রক্তের দাগ এখনো শুকায়নি, এরই মধ্যে ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ব্যাপারে জাতিকে সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য- রাশেদ আহমদ (২০) সিলেট নগরীর ১৩নং ওয়ার্ডের তোপখানা এলাকার ছিদ্দিক মিয়ার পুত্র। সে ৫ আগস্ট নগরীর কিনব্রিজের নিচে পুলিশের গুলীতে গুরুতর আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন