এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

৫ আগস্ট অসুর শক্তিকে বিনাশের মধ্য দিয়ে বিপ্লব সংঘটিত হয়েছে

Daily Jugabheri
প্রকাশিত ১২ অক্টোবর, শনিবার, ২০২৪ ১৪:৫০:৪৯
৫ আগস্ট অসুর শক্তিকে বিনাশের মধ্য দিয়ে বিপ্লব সংঘটিত হয়েছে

যুগভেরী ডেস্ক :::

বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, গত ১৭ বছরের মধ্যে বাংলাদেশে এ বছর সবচেয়ে বড় সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ দেশের হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান একই আবহাওয়ায় বেড়ে উঠেছে। সে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এ দেশে কেউ সংখ্যালঘু নয়।

 

গতকাল নগরীর শিববাড়ি কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। আজিজুল বারী হেলাল বলেন, ৫ আগস্ট অসুর শক্তিকে বিনাশের মধ্য দিয়ে এ দেশে বিপ্লব সংঘটিত হয়েছে। সেই বিপ্লবকে ধরে রাখা এবং অসুর শক্তিকে বিনাশ করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

বিএনপি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে দলটির কেন্দ্রীয় এ নেতা আরও বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ, দখলবাজ, জুলুমবাজ, অত্যাচারী এবং সন্ত্রাসীদের ঠাঁই নাই। দলের পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, শিববাড়ি কালীমন্দির পূজা কমিটির সভাপতি মহাদেব সাহা, সাধারণ সম্পাদক সুকুমার সাহা, বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, কে এম হুমায়ুন কবীর, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, একরামুল হক মিল্টন, শেখ জামাল উদ্দিন, মিজানুর রহমান মিলটন, মুজিবর রহমান, মুন্নী জামান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন