এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই রজব, ১৪৪৬ হিজরি

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর অক্টোবর সেবার উদ্বোধন

Daily Jugabheri
প্রকাশিত ০৫ অক্টোবর, শনিবার, ২০২৪ ২৩:১৭:৩২

যুগভেরী ডেস্ক ::: লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর অক্টোবর সেবার মাসব্যাপী অনুষ্ঠান শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ চট্টগ্রামের হযরত গরীব উল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে দুই শতাধিক দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। মাজার প্রাঙ্গণে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর সম্মানিত দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএ, বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা, পিডিজি লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে, সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চলনায় উপস্থিত সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন একেএম. শওকত হাসান খান, কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, জোন চেয়ারপারসন লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, ভিপি. লায়ন শিবুল সেন, লায়ন হাবিবুর রহমান, সার্ভিস চেয়ারপারসন মোহাম্মদ জাহেদ হোসাইন, ট্রেজারার লায়ন মো. শহিদুল ইসলাম শহীদ, লিও ইকলাস উদ্দীন আকিল, লিও আব্দুল্লাহ আল রিফাত, লিও মিরাজ উদ্দিন, লিও আব্দুল্লাহ জাহের নাজিব, লিও তৌহিদ হাসান রিহাব, লিও ফাতিন মানসিব, লিও অক্ষয় কুমার ধর প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন