এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা রজব, ১৪৪৬ হিজরি

ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট

Daily Jugabheri
প্রকাশিত ০২ অক্টোবর, বুধবার, ২০২৪ ২০:৪৯:০১
ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট

যুগভেরী ডেস্ক ::: অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান, সিলেট নগরীতে ব্যাটারি চালিত যানবাহন হয়রানি -উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টায় আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর শহীদ মিয়া, হারুন আহমদ, রিকশা- ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ইয়াছমিন আহমদ, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, তুহিন আহমদ, জুয়েল আহমদ, এরশাদ মিয়া,নাজিম উদ্দিন, ইসলাম আহমদ,মিজান উদ্দিন, বিলাল আহমদ,প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ -জীবনদান ছিল অনুসরণীয়। শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষা ছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলে নিজেদের অধিকার প্রতিষ্ঠা হবে। তাই আজ শ্রমজীবী মানুষ প্রত্যাশা করে রক্ত -জীবন দানে প্রতিষ্ঠিত অন্তবর্তীকালীন সরকার শ্রমজীবী মানুষের ন্যায় সঙ্গত দাবি যেন অস্বীকার না করে।

বক্তারা বলেন,দীর্ঘ দিন থেকে সংগ্রাম পরিষদ ব্যাটারি চালিত যানবাহনের নীতিমালা প্রণয়ন করে লাইসেন্স প্রদানের জন্য আন্দোলন করে আসছে। আন্দোলনের ধারাবাহিকতায় বিগত সময়ে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করলেও এখন পর্যন্ত তা কার্যকর করা হয়নি। তাছাড়া মহাসড়ক ব্যতীত সর্বত্র চলাচলে সুপ্রিম কোর্টের নির্দেশনাও রয়েছে।

বক্তারা অবিলম্বে, সংগ্রাম পরিষদের সংশোধনী প্রস্তাব গ্রহণ করে প্রস্তাবিত থ্রী হুইলার ও সমজাতীয় মোটরযানের স্ষ্ঠুু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমাল-২০২১” এর দ্রত চুড়ান্ত ও কার্যকর করা এবং এর আলোকে ব্যাটারি চালিত যানবাহনের দ্রত নিবন্ধন, রুট পারমিট এবং লাইসেন্স প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা গত ৩০সেপ্টেম্বর আশুলিয়ায় গার্মেন্ট শ্রমিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন গণতান্ত্রিক আন্দোলনে পুলিশী হামলা অগ্রহণযোগ্য ও হামলাকারীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা , সাম্প্রতিক সময়ে সিলেট মহানগর ট্রাফিক কর্তৃপক্ষ কর্তৃক সিলেট নগরীতে ব্যাটারি চালিত যানবাহন বন্ধের ঘোষণা ব্যাটারি চালিত যানবাহন শ্রমিক-নির্ভরশীল প্রায় ১লক্ষ মানুষের জন্য অমানবিক। নগরীর সাধারণ মানুষের সহজলভ্য বাহন ও দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনা না করে ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি – উচ্ছেদের গঠনা হবে অনভিপ্রেত।দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে বিআরটিএ কতৃক লাইসেন্স প্রদানের আগ পর্যন্ত ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন