এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কামালবাজার ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা

Daily Jugabheri
প্রকাশিত ২৫ সেপ্টেম্বর, বুধবার, ২০২৪ ১৮:৪৪:১৭
কামালবাজার ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা

 যুগভেরী ডেস্ক ::: সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ আন্দোলনে আওয়ামী বাকশালীদের পতন হলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। কতিপয় সুবিধাভোগী দলীয় খোলস পাল্টিয়ে বিএনপির ভাবমূর্তি ধ্বংসের ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে তৃনমূল বিএনপিকে সতর্ক থাকতে হবে। ছাত্র-জনতার বিজয়কে নস্যাত করতে ফ্যাসিবাদের প্রেতাত্মারা যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য জাতীয়তবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ বিপ্লবের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ কুহিনূর আহমদ, সহ-সভাপতি আসাদ উদ্দিন, যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান মুহিব, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক মাক্কু, কামালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ গুলজার আলী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা।

যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ফজল মিয়ার বাড়ীতে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা মাসুক মিয়া, নাসির উদ্দিন, কামালবাজার ইউনিয়ন সভাপতি আব্দুল ওহাব, উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম পারভেজ, সহ তাতী বিষয়ক সম্পাদক আব্দুস শাকুর সফিক, কামালবাজার ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সমছু মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মহিম, মহানগর যুবদল নেতা রাজু আহমদ, জেলা যুবদলের সহ শিল্প বিষয়ক সম্পাদক মিসবা উদ্দিন ইমন, ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ গিয়াস মিয়া, আব্দুল মালেক, মানিক মিয়া, ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক হিরণ মিয়া, জেলা ছাদলের সহ সাধারণ সম্পাদক অলিউর রহমান ফেরদৌস, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইফুর রহমান, শামসুদ্দিন শুভ, সাবেক ছাত্রদল নেতা রেজওয়ান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা ফয়সল আহমদ নাহিদ, বিএনপি নেতা করিম আলী, আব্দুস সালাম, আমির আলী, লিয়াকত আলী, আব্দুল ওয়াহিদ, চান মিয়া, আমির আলী ঠিকাদার, সোনা মিয়া, হাসিব আলী, কাপ্তান মিয়া, হারিছ আলী, আব্দুল লতিফ, লিয়াকত আলী, সিদ্দেক আলী, নুরুল ইসলাম, মনির মিয়া, বশর মিয়া, ইব্রাহীম আলী, কালাম মিয়া, সাজেল আহমদ, ওয়াহিদ আলী, ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইমরান হোসেন রানা, স্কুল সম্পাদক জাকারিয়া আহমদ নাহিদ, ছাত্রদল নেতা জাকির আহমদ, নুর উদ্দিন ও রুমন আহমদ প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন