ক্রীড়া ডেস্ক :: সাকিব আল হাসান নামটা সামনে এলেই বাংলাদেশের কীর্তিমান এক ক্রিকেটারের ছবি ভেসে ওঠে। ব্যাটে-বলে একাই যিনি দলকে জিতিয়েছেন অসংখ্য ম্যাচ, তুলেছেন সাফল্যের শিখরে, নিজে ছুঁয়েছেন হিমালয়ের চূড়া। অথচ সেই সাকিবই গেল সাত বছরে টেস্টে ব্যাট হাতে হয়ে আছেন নিজের ছায়া। এই সময়ে সাকিবের ব্যাট থেকে কোনো সেঞ্চুরি পায়নি বাংলাদেশ।
টেস্টে সাকিবের অভিষেক ২০০৭ সালে। ভারতের বিপক্ষে চট্টগ্রামে সাদা পোশাক গায়ে জড়ানো সাকিবে এই ফরম্যাটে এখন পর্যন্ত খেলেছেন ৭০ টেস্ট। তাতে ১২৮ ইনিংসে ৩৮.৩৩ গড়ে রান করেছেন ৪৬০০, উইকেট আছে ২৪২টি। সেঞ্চুরি আছে ৫টি, ডাবল সেঞ্চুরি আছে ১টি। সব মিলিয়ে সাকিবের পরিসংখ্যান তার পক্ষে কথা বললেও সময় হাসছে না মোটেই।
সবশেষ ৭ বছর আগে ২০১৭ সালের ১৫ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে সেঞ্চুরি পেয়েছিলেন সাকিব। খেলেছিলেন ১১৬ রানের ইনিংস। এরপর আরও ৩৭ ইনিংসে ব্যাট হাতে মাঠে নামলেও তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি দেশের সেরা ক্রিকেটার। এই সময়ের মধ্যে অবশ্য নয়টি হাফ সেঞ্চুরি করেছেন, সর্বোচ্চ ইনিংস ৮৭ বনাম আয়ারল্যান্ড।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন