এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুশাহীদ তালুকদারকে সংবর্ধনা

Daily Jugabheri
প্রকাশিত ২০ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২৪ ২০:৩২:৫৯
সিলেট বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুশাহীদ তালুকদারকে সংবর্ধনা

যুগভেরী ডেস্ক ::: যুক্তরাজ্য বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুশাহীদ তালুকদার বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা বিগত ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন, ঘুম, খুন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তার নির্যাতনে নেতাকর্মীরা পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে দেওয়া হয়নি। এই স্বৈরাচারী শেখ হাসিনা তার নেতা কর্মীদের সাথে নিয়ে দেশটাকে লুটেপুটে খেয়েছে, যারা এদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে নির্যাতন করা হয়েছে। ফ্যাসিবাদের লজ্জাজনক পতনের পর পরাজিত শক্তি এবং সুবিধাবাদীরা সমাজে নৈরাজ্যে সৃষ্টিতে লিপ্ত। এদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
তিনি শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১টায় যুক্তরাজ্য থেকে দেশে প্রত্যাবর্তনকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে সংবর্ধনা প্রদানকালে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান এর পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক খিজির আহমদ এনু, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আহমদ নাজিম পান্না, যুক্তরাজ বিএনপি নেতা আলহাজ্ব আশরাফ হোসেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাফরান আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আবির হাসান মুহিন, সদস্য শফিক আহমদ, মানবাধিকার কর্মী দেলোয়ার হোসেন খান, লন্ডন যুবদলের সহ-সভাপতি লায়েক মিয়া, যুবদল নেতা শওকত আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আহমদ, যুবদল নেতা জামাল আহমদ, সফিক মিয়া, জালাল আহমেদ হৃদয়, মো: রুবেল আহমেদ, স্বপন আহমেদ, মাসুম মির্জা,আব্দুর রহিম, ফাহাদ আহমেদ, বাদশা আহমেদ প্রমুখ। উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর দেশে আসলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মুশাহীদ তালুকদার। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন