যুগভেরী ডেস্ক ::: সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সিকন্দর আলী বলেছেন, ওষুধের সঙ্গে জীবনের সম্পর্ক। তাই রোগীদের ভালো ঔষধ সরবরাহ করে ২৪ ঘন্টা সেবা নিশ্চিত করতে সেদিকে খেয়াল রাখতে হবে ফার্মেসী ব্যবসায়ীদের। কেনো না এটি একটি সেবামূলক ব্যবসা এবং অন্য যে কোনো সেবামূলক ব্যবসা হতেও এটি আলাদা এবং এই ব্যবসার সামাজিক দায়বদ্ধতা অনেক অনেক বেশি। তিনি আরো বলেন, মানহীন, মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ বিক্রি করা যাবে না। ব্যবসায় থাকতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। শুধু ব্যবসা করলে হবে না, ভোক্তাদের অধিকারের প্রতিও খেয়াল রাখতে হবে।
তিনি বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর জিতু মিয়ার পয়েন্টে আশিয়ানা কপ্লেক্সে পিসি ফার্মা এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিসি ফার্মা এর সত্ত্বাধিকারী প্রিতম চক্রবর্তী, সৈয়দ সাদিকুল হক, নিমু চৌধুরী, রেজাউল হক, মালুম আহমদ, জিসান মনি, জয়দীপ চক্রবর্তী, শেখ মুক্তাদির, নাজিম আহমদ, রাব্বী, নাজমুল হোসেন, বি আর ড্রাগ হাউসের সত্ত্বাধিকারী শোভন বাবু, তপু মালাকার।
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন কাজিরবাজার জামে মসজিদের মোয়াজ্জিন ফয়জুর রহমান। বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন