এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মবিষয়ক উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময়

Daily Jugabheri
প্রকাশিত ০৩ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৪:০১:১০
ধর্মবিষয়ক উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময়

যুগভেরী ডেস্ক ::: ধর্মবিষয়ক উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় সভা গত ১ সেপ্টেম্বর রোববার বেলা ৩টায় বাংলাদেশ সচিবালয়ের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ পক্ষ থেকে সতেরো প্রস্তাবনা নিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এর সাথে সৌজন্য স্বাক্ষাতপূর্বক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, ঢাকা অঞ্চলের উপদেষ্টা এ্যানি চৌধুরী, জাতীয় কমিটি চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু প্রেসিডিয়াম সদস্য উদয়ন বড়ুয়া, মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সজীব বড়ুয়া ডায়মন্ড, সহ-সভাপতি সঞ্জয় বড়ুয়া পিপলু, সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক প্রণব বড়ুয়া, সাংবাদিক অধীর বড়ুয়া, ঢাকা অঞ্চলের সহ-সভাপতি রবি বড়ুয়া সদস্য প্রীতম বড়ুয়া, দীপু বড়ুয়া, তাপস সিনহা, সাংস্কৃতিক সম্পাদক সজীব বড়ুয়া সাজু, বান্দরবান অঞ্চলের সভাপতি সুচিত্রা তন্চংগা কক্সবাজার অঞ্চলের সভাপতি সিপন বড়ুয়া, উখিয়া অঞ্চলের আহ্বায়ক সাংবাদিক পলাশ বড়ুয়া, বৌদ্ধবার্তা পরিচালনা পর্ষদের সভাপতি রূপায়ণ কুমার বড়ুয়া।

এ সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বাংলাদেশ যুব পরিষদের উত্থাপিত প্রস্তাবনা সমূহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন