এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট-সুনামগঞ্জ সড়ক ফের অবরোধ করে শিক্ষার্থীরা-ভোগান্তিতে সাধারণ মানুষ

Daily Jugabheri
প্রকাশিত ০৮ জুলাই, সোমবার, ২০২৪ ১৭:১০:৪০
সিলেট-সুনামগঞ্জ সড়ক ফের অবরোধ করে শিক্ষার্থীরা-ভোগান্তিতে সাধারণ মানুষ

যুগভেরী ডেস্ক ::: কোটা বাতিলের দাবিতে ছাত্রসমাজের ঘোষিত বাংলা ব্লকেড কর্মসূচির আওতায় তৃতীয় দিনের মত সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ সোমবার বিকেল ৪টা থেকে তাঁরা সড়ক অবরোধ করেন। এর আগে বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান কর্মসূচি করেন তারা। এরপর বিক্ষোভমিছিল নিয়ে সড়ক অবরোধ করেন।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন লেখা-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। সেই সঙ্গে শিক্ষার্থীরা ‘সারা বাংলা খবর দে, কোটা পদ্ধতির কবর দে’, ‘দেশটা নয় পাকিস্তান, কোটার হোক অবসান’, ‘আদায় হবে দাবি, পথ দেখাবে শাবি’, ‘মেধাবীদের কান্না, আর না আর না’, ‘কোটাবৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, কোটাপদ্ধতির ঠাঁই নাই’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘নারী যেখানে অগ্রসর, কোটা সেখানে হাস্যকর’, ‘বৈষম্যর বিরুদ্ধে লড়াই করো এক সাথে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ প্রভৃতি স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বিপ্লবী গান ও কবিতা পরিবেশন করছেন। অবরোধের কারণে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন