এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

……………………………

কদমতলীতে ব্যবসায়ীর বাসায় দুঃসাহসিক চুরি

Daily Jugabheri
প্রকাশিত ২৯ জুন, শনিবার, ২০২৪

যুগভেরী ডেস্ক ::: সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী এলাকায় শাওন আহমদ কুদ্দুছ নামে এক ব্যবসায়ীর বাসায় চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটে ২৫ জুন দিবাগত রাতে কদমতলী এলাকার স্বর্ণশিখা বি ১৪৩ নং বাসায়। এ ঘটনায় বাসার মালিক কদমতলী কাকলী মার্কেটের ব্যবসায়ী বিনোদন টেলিকমের সত্ব্যাধিকারী ২৮ জুন সিলেটের দক্ষিণ সুরমা থানায় বাসা চুরির অভিযোগ প্রদান করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, চলতি মাসের ২৩ জুন সকাল সাড়ে ৭টায় ও ব্যবসায়ী ও তাঁর বড় ভাই কদমতলী ওভারব্রীজের ব্যবসায়ী ইছহাক আহমদ স্বপরিবারে ঘরের দরজা বন্ধ করে জরুরী কাজে কুমিল্লায় যান। ২৬ জুন সকাল সাড়ে ৯টায় ব্যবসায়ীদের বড় বোন মমতা বেগম ইছহাকের ঘর ঝাড়– দেওয়ার জন্য রুমের সামনে গিয়ে দেখেন,তাদের রুমের দরজার তালা ভাঙ্গা। এর পর রুমে প্রবেশ করে দেখতে পান, রুমের আলমারির কাপড় ছোপড় এলোমেলো এবং আলমিরার ড্রয়ারে রক্ষিত দুই লক্ষ টাকা, ৪৫হাজার টাকা মূল্যের স্বর্ণ এবং রুমে থাকা প্লাস্টিকের ব্যাংকের ভিতরে রক্ষিত ২৫হাজার টাকা নেই। তাৎক্ষণিক তাদের বোন প্রতিবেশি ও স্থানীয়দের বিষয়টি অবগত করেন এবং পরবর্তীতে স্থানীয় ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপনকে বিষয়টি অবগত করলে তিনি থানায় অভিযোগ প্রদান করার পরামর্শ দেন। এব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ ইয়ারদোস বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন