যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন ও সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার হাওয়াপাড়া বিএনপি ও আবু দাউদ সোহেলের উদ্যোগে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
হাওয়াপাড়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে সিলেট নগরীর হাওয়াপড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাওয়াপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সামছুল ইসলাম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মির্জা বেলায়েত আহমদ লিটন, আবু সালেহ বাহার, জুরেজ আব্দুল্লাহ গোলজার, আনোয়ার হোসেন দানিয়াল, আলী হায়দার মজনু, আবিদ আহমদ, ফজলে রব সাকির, ১৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, খসরু আহমদ, হুমায়ুন আহমদ, অপু, সেলিম আহমদ মাহমুদ প্রমূখ। বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন