এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে রজব, ১৪৪৬ হিজরি

পাঠান পাড়ায় সাংবাদিক সোয়েবের বাসায় চুরি

Daily Jugabheri
প্রকাশিত ২৮ জুন, শুক্রবার, ২০২৪ ২৩:৫৩:৪০

যুগভেরী ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমার পাঠান পাড়ায় সিলেটভিউ২৪ডটকমের নিজস্ব প্রতিবেদক রাশেদুল হোসেন সোয়েবের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তার বাসা থেকে ৩টা এয়ারকন্ডিশন (এসি)সহ আরও মূল্যমান জিনিস নিয়ে যায় চুরেরা।  বৃহস্পতিবার দিবা গত রাতে সাড়ে ৩টার দিকে তাঁর নিজ বাড়ি ২৭ নং ওয়ার্ডের পাঠান পাড়ায় এ ঘটনা ঘটে।  রাশেদুল হোসেন সোয়েব জানান, বাসায় তালা দিয়ে পরিবারের সবাই এক আত্মীয়ের বিয়েতে যান তারা। ভোরে তার ভাই ফজরের নামাজ পড়তে মসজিদে যাবার সময় দেখেন এসির তার কেটে কে বা কারা চুরি করে নিয়ে যায়।  তিনি আরও জানান, বৃহস্পতিবার দিবা গত রাত সাড়ে ৩টার দিকে এ চুরের ঘটনাটি ঘটতে পারে বলে তার ধারণা।  মোগলাবাজার থানা ওসি মোশারফ হোসেন জানান, আমাদেরকে কেউ এখনও কোন লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন