এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

……………………………

নগরীর মিরাবাজারে বনফুলের শো রুম উদ্বোধন

Daily Jugabheri
প্রকাশিত ১৫ জুন, শনিবার, ২০২৪ ০১:২৮:৩৬

সিলেট নগরের নাইওরপুল-মিরাবাজার রোডে রূপালী ব্যাংকের বিপরীতে বনফুল শো-রুম নতুন আঙ্গিকে বড় পরিসরে বৃহস্পতিবার ১৩ জুন বিকাল সাড়ে ৫টায় উদ্বোধন করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবনফুল এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম (সিআইপি)।  অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, এখন আমরা নতুনভাবে নতুন পরিস্থিতি একেবারে আধুনিকভাবে বড় আকারের একটা শোরুম করা হয়েছে। রাস্তার এপাশে করাতে আমরা আশা করি। ক্রেতাদের আর কষ্ট হবে না।আগে রাস্তার উল্টাদিকে ছিল যাতে রাস্তাতে গাড়ি ঘোড়া রাখতে ক্রেতাদের অসুবিধা হত।বাম পাশে দেওয়া হয়েছে যাতে জেতা আরামে দাঁড়াতে পারে ।এবং প্রতিষ্ঠানের বয়স প্রায় ৩৫ বছর। এই ৩৫ বছর ধরে তিল তিল করে ঘরে আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান মোহাম্মদ মোতালেব সিআইপি এবং তিনি জাতীয় সংসদের এমপি। উনার প্রচেষ্টায় আজ আমরা এতটুকু বড় অব্দি নিয়ে আসতে পেরেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষদের সেবা দেওয়া। আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের এখানে পচা পুরাতন বাসি খাবার বিক্রি করার কোন নিয়ম নেই। আমাদের শোরুমে কোন প্রকার ভেজাল জিনিস পাওয়া যায় না।কারণ আমি একটি আমরা খেয়াল রাখি এবং ইন্সপেক্টর আছেন তিনিও এটি খেয়াল রাখেন।  উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন সিলেট মহানগর সহ সভাপতি আসাদ উদ্দিন আসাদ।  আরো উপস্থিত ছিলেন জমশেদ উদ্দিন, এম এ হোক, রাজন বড়ুয়া, হাসান আহমেদ,জহিরুল হক রাজু, আলমগীর আহমেদ বনফুল ইন্সপেক্টর,জহিরুল হক রাজু।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন