এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

সিলেট নগরীর বাদাম বাগিচায় ডুয়েট সার্ভার জোন এর শুভ উদ্বোধন

Daily Jugabheri
প্রকাশিত ০৪ জুন, মঙ্গলবার, ২০২৪ ০২:১২:২৯

জায়গা জমি সংক্রান্ত সকল প্রকার সেবা ও সহযোগিতার প্রত্যয় নিয়ে সোমবার রাত ১০ঘটিকায় সিলেট সিটি করপোরেশন এর ৬নং ওয়ার্ড বাদাম বাগিচার ২নং গলির আল-সালমান কটেজের নিচতলায় সরকারি সনদ প্রাপ্ত দুই যুবক প্রতিষ্ঠানের কর্ণধার এস এম এমদাদুল হক রাজন ও মোহাম্মদ জাহান উদ্দীন এর ব্যতিক্রমী অফিস ডুয়েট সার্ভার জোন’র উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম উদ্ভোদন পরবর্তী এক আলোচনা সভায় তিনি বলেন, সমাজে বেশীরভাগ সময় জমি সংক্রান্ত বিরুদ হত্যা পর্যন্ত গড়ায়, আর তা হয় শুধু মাত্র অজ্ঞতার কারণে। কাগজ ও সীমানা জটিলতার অবসানে দক্ষ সার্ভেয়ার ও দলিল লেখকের ঝুড়ি নেই। আমি আশাবাদী ডুয়েট সার্ভার জোন এর দক্ষতা ও পারদর্শিতা আমাদের মাঝে এক ভরসার জায়গা দখল করবে। উদ্ভোদনী অনুষ্ঠানের শুরুতে দোয়া পাঠ করান বাদাম বাগিচা জামে মসজিদের ঈমাম ও খতিব। এতে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন বাদাম বাগিচা-ইলাসকান্দি ব্যাবসায়ী কমিটির সভাপতি কামাল আহমদ, বাদাম বাগিচা জামে মসজিদ এর মোতল্লী সুলতান আহমদ, সার্ভেয়ার সুমন আহমদ, এলাকার প্রবীন মুরব্বিয়ান ও যুব সমাজ।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন