এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা  করে অর্থদন্ড ও মুচলেখা দিয়ে মুক্তি

Daily Jugabheri
প্রকাশিত ২৬ মে, রবিবার, ২০২৪ ০০:৪৪:৪৯
বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা  করে অর্থদন্ড ও মুচলেখা দিয়ে মুক্তি

গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম।  শুক্রবার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহ দেওয়ার খবর পেয়ে রাতে তোয়াকুল ইউনিয়নের তুড়ুকভাগ গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। এসময় কনের বাবাকে ২০ হাজার ও বর সুফিয়ান কে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও তৌহিদুল ইসলাম বলেন, তোয়াকুল এলাকায় একটি বাড়ীতে বাল্যবিবাহ সংগঠিত হয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে গোয়াইনঘাট থানার এস আই মোঃ নুর মিয়াসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।  বাল্যবিবাহের সত্যতা পাওয়ায় ঘটনাস্থলে কনের পিতাকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার ও বর সুফিয়ানকে ১০ হাজার টাকা প্যানেল চেয়ারম্যানের উপস্থিতিতে অর্থদণ্ড প্রদান এবং বাল্যবিবাহ বন্ধ করা হয়।প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বাল্যবিবাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।  বাল্যবিবাহ প্রতিরোধে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, সর্বদা তৎপর। জনস্বার্থে এই ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবেও বলেও জানান ইউএনও ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন