এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সিলেট জেলা যুবলীগের মিলাদ ও দোয়া

Daily Jugabheri
প্রকাশিত ১৮ মে, শনিবার, ২০২৪ ০০:৫০:২৫

যুগভেরী ডেস্ক ::: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  আজ শুক্রবার (১৭ মে) আসরের নামাজের পর এ উপলক্ষ্যে হযরত শাহজালালের (র.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদসহ অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ।  মিলাদের আগে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ বলেন, বাবা-মা ভাইসহ পরিবারের সদস্যদের জীবন ঘাতকের বুলেট কেড়ে নেয়ার পরেও তিনি দেশে ফিরেছিলেন গরিব দুঃখি অসহায় মানুষকে রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি দিতে।  তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার লক্ষ্যে সফল হয়েছেন। তার নেতৃত্বে দেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে। অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রেও আমরা বহুদূর এগিয়ে। ইনশাল্লাহ, অবশ্যই দেশের মানুষ শেখ হাসিনার হাতকে শক্তিশালি করে রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করবেন।  মিলাদে শেষে দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল সদস্যের আত্মার মাগফেরাত এবং শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন