এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মাধবপুরে আগুনে ঘরসহ সর্বস্ব হারা টমটম চালক মিলন

Daily Jugabheri
প্রকাশিত ১৫ মে, বুধবার, ২০২৪ ০৩:৩৭:৪২
মাধবপুরে আগুনে ঘরসহ সর্বস্ব হারা টমটম চালক মিলন

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর
হবিগঞ্জের মাধবপুরের জয়পুর গ্রামের এক টমটম চালকের বসত ঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামে এঘটনা ঘটে। এসময় টমটম চালক মিলন মিয়া অসুস্থ স্ত্রীর সঙ্গে হাসপাতালে ছিলেন।
ধারনা করা হচ্ছে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মাধবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছার পূর্বেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রন নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা যায় সাড়ে ১১টার দিকে হঠাৎ চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের সুরুজ আলীর ছেলে মিলনের ঘরে প্রতিবেশীরা আগুন দেখতে পায়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে যায়। এতে ঘরে রক্ষিত আসবাবপত্র, মালামাল মিলন এর জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম টমটমটিও পুড়ে ছাই হয়ে যায়। চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, স্থানীয় লোকজনের চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে কিন্তুু এর পূর্বেই মিলন হয়ে যায় সর্বস্ব হারা।

 

 

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন