নিজস্ব সংবাদদাতা, মাধবপুর
হবিগঞ্জের মাধবপুরের জয়পুর গ্রামের এক টমটম চালকের বসত ঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামে এঘটনা ঘটে। এসময় টমটম চালক মিলন মিয়া অসুস্থ স্ত্রীর সঙ্গে হাসপাতালে ছিলেন।
ধারনা করা হচ্ছে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মাধবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছার পূর্বেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রন নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা যায় সাড়ে ১১টার দিকে হঠাৎ চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের সুরুজ আলীর ছেলে মিলনের ঘরে প্রতিবেশীরা আগুন দেখতে পায়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে যায়। এতে ঘরে রক্ষিত আসবাবপত্র, মালামাল মিলন এর জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম টমটমটিও পুড়ে ছাই হয়ে যায়। চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, স্থানীয় লোকজনের চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে কিন্তুু এর পূর্বেই মিলন হয়ে যায় সর্বস্ব হারা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা