এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার

Daily Jugabheri
প্রকাশিত ০৮ মে, বুধবার, ২০২৪ ০১:১০:৩৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনকে সাময়িক বহিষ্কার করেছে সিলেট জেলা বিএনপি।  পাশাপাশি কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করার সুপারিশ করা হবে না সেই মর্মে জানতে চেয়ে আগামী ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।  মঙ্গলবার সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে তাকে এই বহিষ্কার করা হয়।  বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, আমরা লক্ষ্য করছি যে, বিগত কিছুদিন থেকে আপনি ক্রমাগতভাবে বিভিন্ন সময় সাংগঠনিক বিশৃঙ্খলা, দলের নেতৃত্বের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি এবং সমালোচনা ও দলীয় নেতা কর্মীদের মধ্যে বিভেদ তৈরিসহ নানাবিধ সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। যার পরিপ্রেক্ষিতে আপনাকে আপনার পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। সেই সাথে আগামী ১৫ দিনের মধ্যে কেন আপনাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা হবে না তার কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হল।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন