এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কিশোরী মোহন বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শক্তিপদ দত্ত আর নেই

Daily Jugabheri
প্রকাশিত ০৭ এপ্রিল, রবিবার, ২০২৪ ২১:২৬:২১
কিশোরী মোহন বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শক্তিপদ দত্ত আর নেই

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শক্তিপদ দত্ত আর নেই।  শনিবার রাত ১ টা ৪০ মিনিটে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।   শক্তিপদ দত্ত সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত শংকর ও মেডিকেল অফিসার ডা. শান্তনু দত্ত সৌরভের বাবা। নগরের শিবগঞ্জ আগপাড়ার বাসিন্দা শক্তিপদ সার্ব্বজনীন পূজা কমিটি, মীরাবাজারের সভাপতির দায়িত্বে ছিলেন।   শক্তিপদ দত্তের আত্মীয় সঙ্গীতশিল্পী লাভলী দেব জানান, প্রয়াত শক্তিপদ দত্ত শিক্ষকতার পশিাপাশি গান লিখতেন। মৃত্যুকালে স্ত্রী সুমতিা দত্ত, দুই ছেলে দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।  পারিবারিক সূত্রে জানা যায়, শক্তিপদ দত্ত ১৯৫০ সালের ৩০ ডিসেম্বর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত কুমুদ রঞ্জন দত্ত ও মাতা প্রয়াত সাবিত্রী রাণী দত্ত। ১৯৭৬ থেকে ২০১০ সাল পর্যন্ত কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষকতা করে ২০১১ সালের জানুয়ারি মাসে অবসর গ্রহণ করেছেন তিনি।  শক্তিপদ দত্তের লিখিত বেশকিছু প্রবন্ধ পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত গ্রন্থসংখ্যা ৭টি। এগুলো হচ্ছে: হৃদয়ের অর্ঘ্য (ধর্মীয় গান), দেশের গান দশের গান (পাঁচমিশালী গান), দেখে এলাম অস্ট্রেলিয়া (ভ্রমণ), ধর্ম ও বিজ্ঞানের নির্যাস, মহান সৃষ্টিকর্তাই এই মহাবিশ্বের স্থপতি (গবেষণা), দুঃসময়ই প্রকৃত ভালোবাসার কষ্টিপাথর (ছোটগল্প), ছন্দময় শব্দমালা (গান), গণিতের প্রাথমিক ধারণা ও সংখ্যাতত্ত্ব (গণিত)।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন