এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে রজব, ১৪৪৬ হিজরি

বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যা, ছেলে আটক

Daily Jugabheri
প্রকাশিত ১৯ মার্চ, মঙ্গলবার, ২০২৪ ০০:৩৮:০৪

যুগভেরী ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমায় স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে বৃদ্ধ বাবাকে বালিশচাপায় হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।  সোমবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত তপন মিয়া (৬৫) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনার পরপরই ছেলে আনসার মিয়াকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গে কলহ চলছিল ছেলে আনসার মিয়ার। প্রায়ই তিনি স্ত্রীকে মারধর করতেন। এজন্য তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনতে বাবা-মাকে চাপ দেন আনসার। কিন্তু বাবা-মা ছেলের বউকে ফিরিয়ে আনতে রাজি হননি। এ নিয়ে সোমবার দুপুরে বাবা তপন মিয়ার সঙ্গে কথা-কাটাকাটি হয় আনসার মিয়ার। একপর্যায়ে তাকে খাটের ওপরে ফেলে বালিশচাপা দিয়ে হত্যা করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।  বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মুকুল আহমদ জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন