এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

Daily Jugabheri
প্রকাশিত ১৩ মার্চ, বুধবার, ২০২৪ ২৩:১৪:১০

নকল কয়েল ও ডিটারজেন্ট পাউডার বিক্রির দায়ে সিলেট মহানগরের কালিঘাট ও মির্জাজাঙ্গালে ৪টি দোকানে অর্থদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৪ দোকানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
তিনি জানান, সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নকল কয়েল ও ডিটারজেন্ট পাউডার বিক্রি হচ্ছে- এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে কালীঘাটের বদিউজ্জামন ট্রেডার্সকে ২০ হাজার, মাসুম ট্রেডার্সকে ৫০ হাজার ও রাইমুন ট্রেডার্সকে ১৫ হাজার ও র্মিজাজাঙ্গাল এলাকার বন্ধু স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় ২০ কার্টুন নকল ‘বাওমা কয়েল’ এবং অবৈধ ‘নিরাপদ কয়েল’ জব্দ করা হয়। এসময় ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। পবিত্র রমজানে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান মো. আমিরুল ইসলাম মাসুদ। -বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন