এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বাদশা চৌধুরী মেমরি ফাউন্ডেশন’র উদ্যোগে খাদ্য উপহার সামগ্রী বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ০৯ মার্চ, শনিবার, ২০২৪ ০২:২৮:০৩
বাদশা চৌধুরী মেমরি ফাউন্ডেশন’র উদ্যোগে খাদ্য উপহার সামগ্রী বিতরণ

যুগভেরী ডেস্ক ::: পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাদশা চৌধুরী মেমরি ফাউন্ডেশনের উদ্যোগে ওসমানী নগর উপজেলার উছমানপুর ইউনিয়নের লামাপাড়া নিজ গ্রামে বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি, বলেছেন, মানব কল্যাণে কাজ করে যাচ্ছে, সমাজের পিছিয়ে পড়া দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বাদশা চৌধুরী মেমরি ফাউন্ডেশন।  “মানবতার সেবায় আমরা” স্লোগানকে প্রতিপাদ্য করে শুরু থেকে অদ্যাবধি গ্রামের অসহায় মানুষের পাশে আছে, ফাউন্ডেশনের প্রবাসী সদস্য খালেদুর রহমান চৌধুরী, জাবেদুর রহমান চৌধুরী, মতিউর রহমান চৌধুরী (কামরান), রুবেদুর রহমান চৌধুরী, পারভীন চৌধুরী, নাজবিন চৌধুরী, রুয়েদুর রহমান চৌধুরী মনি ‘র প্রশংসা করেন এ ধরনের মহৎ কাজের জন্য। দেশের আর্থ-সামাজিক-অর্থনৈতিক মানোন্নয়নে প্রবাসীদের অপরিসীম ভূমিকা রয়েছে। তিনি আরো বলেন, প্রবাসীদের অবদানের মূল ক্ষেত্রগুলো হচ্ছে বিনিয়োগ, নেটওয়ার্কিং এবং অর্জিত জ্ঞান বিনিময়। সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ প্রবাসীদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। তিনি বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল ৪ টায় বাদশা চৌধুরী মেমরি ফাউন্ডেশনের প্রাঙ্গনে ফাউন্ডেশন এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগের সার্কেল এএসপি আশরাফুজ্জামান আশিক, আবদাল মিয়া সদস্য সিলেট জেলা আওয়ামীলীগ, আতাউর রহমান, সভাপতি ওসমানীনগর উপজেলা আওয়ামিলীগ, আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাধারণ সম্পাদক ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ, নেফা মিয়া, সহ – সভাপতি ওসমানীনগর আওয়ামীলীগ, আলাউর রাহমান, সহ-সভাপতি ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ, রবিন পাল যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা, চঞ্চল পাল, সভাপতি সেচ্ছাসেবকলীগ ওসমানীনগর উপজেলা। আব্দুল হামিদ সদস্য সিলেট জেলা পরিষদ, শাহেদ আহমদ মূসা, চেয়ারম্যান সাদিপুর ইউনিয়ন পরিষদ, ওয়ালি উল্লাহ বদরুল চেয়ারম্যান উছমানপুর ইউনিয়ন পরিষদ, নাজমুল ইসলাম সভাপতি সিলেট জেলা ছাত্রলীগ, ডাঃ তখলিছ আলী ভারপ্রাপ্ত সভাপতি উছমানপুর ইউনিয়ন আওয়ামীলীগ, শামীম আহমদ চৌধুরী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উছমানপুর ইউনিয়ন আওয়ামীলীগ, আনোয়ার আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা, এছাড়া বাদশা চৌধুরী মেমরি ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান চৌধুরী, সদস্য, জাহেদুর রহমান চৌধুরী, মুহিবুর রহমান চৌধুরী রায়হান, মুজিবুর রহমান চৌধুরী সেরওয়ান, পারভেজ চৌধুরী, ফরহাদ চৌধুরী, সুরমা বেগম চৌধুরী, জেসমিন চৌধুরী, প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন