এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

১ম দিনু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Daily Jugabheri
প্রকাশিত ০২ মার্চ, শনিবার, ২০২৪ ০০:৪১:০১

দলদলী যুব সংঘের উদ্যোগে ১ম দিনু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুক্রবার (০১ মার্চ) দলদলী চা বাগান খেলার মাঠে উদ্বোধন করা হয়েছে।  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী।  টুর্নামেন্টের উদ্বোধন করে বিশিষ্ট সমাজ সেবক আব্দুল বশর মিয়া।  দলদলী যুব সংঘের সভাপতি মনোরঞ্জন দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রম আদালতের এডভোকেট এ.এইচ.এম জাফর চৌধুরী বুলবুল, ৬নং টুকেরবাজার ইউপি সদস্য ও প্যালেন চেয়ারম্যান-১ আবুল কাসেম চৌধুরী খালেদ, দলদলী চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টেন বাল্মিক দাস মিন্টু, দলদলী চা বাগানের বড় বাবু গোলাম মর্তুজা বেলাল, দলদলী চা বাগানের বিশিষ্ট ব্যবসায়ী গৌতম দাস, জয় মাহাত্ম কুর্মী, দলদলী চা বাগানের ডাক্তার রিপন কুর্মী।  দলদলী যুব সংঘের সদস্য রাজেশ দাসের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আপ্যায়ন রতন দাস, মোহাম্মদ হাবিব কামাল, সাজন দাস, বিষ্ণুদাস, গোবিন্দ মাল, অনুপম দাস, অনুকুল দাস, লিটন দাস, সুভাষ দাস, সুভাষ বাউরি সহ যুব সমাজের সদস্য।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন