এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এসএসডি স্কলারশিপ এক্সামিনেশন’২৩ এর পুরষ্কার বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৪ ১৯:৪৫:৫১
এসএসডি স্কলারশিপ এক্সামিনেশন’২৩ এর পুরষ্কার বিতরণ

আমাদের সন্তানদেরকে নৈতিকতার শিক্ষা
দিতে হবে, তা হলে সমাজে ভালো মানুষ জন্ম নেবে
………………….. কবি- গবেষক আশরাফ আল দীন

বিশিষ্ট কবি ও গবেষক কর্ণেল. (অব.) আশরাফ আল দীন বলেছেন, আমাদের নতুন প্রজন্মকে পড়ার প্রতি আগ্রহী করতে হবে। কারণ পড়া-লেখার বিকল্প নেই। তিনি আরোও বলেন, আমাদের ধর্ম গ্রন্থ পবিত্র কোরআনুল কারিমে পড়ার প্রতি খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। আশরাফ আল দীন বলেন আমাদের সন্তানদেরকে শুধু পড়া লেখা করালেই হবেনা, তাদেরকে আধুনিক জ্ঞান- বিজ্ঞানের মাধ্যমে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে। তানা হলে সমাজে ভালো মানুষ জন্মাবেনা।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এসএসডি স্কলারশিপ এক্সামিনেশন’২৩ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  এসএসডি’র সিলেট পরিচালক জাহেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের প্রাক্তন প্রিন্সিপাল প্রফেসর ড. নজরুল হক চৌধুরী, কৃষি বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ড. সুলতান আহমদ, মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার ইমাম মোহাম্মদ শাদিদ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ক্যামব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজের ছাত্রী, মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য কয়েস আহমদের মেয়ে আহমেদ মারিয়াম। -বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন