এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

দক্ষিণ সুরমায় ডিবির পৃথক অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ আটক ২৮

Daily Jugabheri
প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৪ ১৭:১৭:২১

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ২৮ জনকে আটক করেছে।  বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার ও বৃহস্পতিবার পৃথক অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ তাদের আটকের তথ্য জানানো হয়।  পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম বুধবার বিকাল পৌনে ৩টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরের পাশে চাঁন মিয়ার চায়ের দোকানের সামনের জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করা হয়।  আটককৃতরা হলেন মোগলাবাজার থানার আব্দুল মতিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৪), একই থানা মৃত ইজার আলী মো. ইয়ারুফ আলী (২৮), মৌলভীবাজার সদর থানার মৃত সুধীর দাশের ছেলে সুজিত দাশ(৪০), গোয়াইনঘাট থানার ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (২৮), সুনামগঞ্জের বিশম্বরপুর থানার মৃত আবুল কালাম ছেলে রাসেল আহমেদ(২১), সিলেটের গোয়াইনঘাট থানার আব্দুল আহাদের ছেলে শামীম আহমদ (২৮), মোগলাবাজার থানার বোরহান উদ্দিনের ছেলে আবু সাইদ (১৯), সুনামগঞ্জের বিশম্বরপুর থানার আবু বক্করের ছেলে তাজুল ইসলাম (২৯), দক্ষিণ সুনামগঞ্জ থানার মৃত বশির মিয়া ছেলে সুমন আহমেদ (৩০) ও জকিগঞ্জ থানার মইয়ব আলীর ছেলে কুতুব উদ্দিন (৩০)।  একই দিন বিকালে সাড়ে ৪টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন চাদনীঘাটের হোটেল মারজানের সামনের জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে আরও ১২ জনকে আটক করে। তারা হলেন রুপন তালুকদার (৩৪), মাহাবুব আলম বাপন (৩০), হাসান আহমদ (২৪), আলমগীর মিয়া(৩৩), মানিক মাসুক (৩০), মাজেদ আহমেদ(২৫), সাদ্দাম হোসেন (৩৪), রিপন আহমেদ (২৮), শাকিল (২৬), মোকররম আলী (৩৪), গৃথীরাজ রায় (৪৫) ও সানি (২০)।  এসএমপির অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) অনুমান ০০:০৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি দক্ষিণ সুরমা থানাধীন কিন ব্রিজের পশ্চিম পার্শ্বে সুইপার কলোনির তাহেরের পরিত্যক্ত ঘরের সামনে ফাঁকা জায়গায় মানিকের জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মৃত ওসমান মিয়ার পুত্র মানিক মিয়া (৪০), সুনামগঞ্জের ছাতকের নুর ইসলামের পুত্র ফুল মিয়া (৩৫), নেত্রকোনার মৃত হাবী রহমানের পুত্র শাহীনূর (৪৫), চট্টগ্রামের হালিশহরের মৃত আব্দুল মনাফের পুত্র মো. শাহীন (২৩), কিশোরগঞ্জের করিমগঞ্জের অমুল্য তালুকদারের পুত্র স্বপন চন্দ্র তালুকদার (৩৫), এবং গাজীপুরের কাপাসিয়ার মৃত আলী রহমানের পুত্র মো. রুবেলকে (২৮) আটক করা হয়।  আটককৃতদের সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন