এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কানাইঘাটের কিশোরের গলাকাটা লাশ পড়ে রয়েছে ভারতে

Daily Jugabheri
প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি, শুক্রবার, ২০২৪ ০২:৪৭:৪১
কানাইঘাটের কিশোরের গলাকাটা লাশ পড়ে রয়েছে ভারতে

কানাইঘাট প্রতিনিধি :  সিলেটের কানাইঘাট সীমান্তে গলা কাটা অবস্থায় ভারতের অভ্যন্তরে বাংলাদেশী এক কিশোরের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে।  উপজেলার সুরইঘাট বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কোম্পানী কমান্ডারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি এলাকার ১৩১২-৮ পীলারের পাশে ভারতের অভ্যন্তরে এক কিশোরের গলা কাটা লাশ পড়ে রয়েছে। ঘটনাস্থলের পাশে বিজিবির সদস্যরা রয়েছেন এবং বিষয়টি বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। লাশ বিজিবি’র হেফাজতে নিয়ে আসার জন্য প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।  সোনাতনপুঞ্জি এলাকায় বসবাসরত স্থানীয়রা জানিয়েছেন, পড়ে থাকা কিশোরের লাশটি কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতনপুঞ্জি গ্রামের নুরুল হকের ছেলে মাসুম (১৫) এর।  এ ব্যাপারে মাসুমের মামা জহির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভারতের অভ্যন্তরে হারাইপুঞ্জি ও সিঙ্গারীখালের পাশে গলা কাটা অবস্থায় পড়ে থাকা লাশ তার ভাগ্না মাসুম এর এবং বাংলাদেশ সীমান্তে অবস্থান করে লাশের পরনের কাপড় দেখে প্রাথমিক ভাবে তারা মাসুমের লাশ সনাক্ত করতে পেরেছেন। জহির উদ্দিন জানান, ১৬ ফেব্রুয়ারী (শুক্রবার) সন্ধ্যা পর্যন্ত সীমান্তবর্তী বাদশা বাজারে ছিল। এরপর থেকে তার আর কোন খোঁজ মিলেনি। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্ত এলাকায় বসবাসরত অনেকে ভারতের অভ্যন্তরে কয়েকগজ ভিতরে পড়ে থাকা লাশটি নিখোঁজ মাসুমের বলে পরিচয় সনাক্ত করার পর তার পরিবারের সদস্যদের খবর দেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন