এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে : ধর্ম মন্ত্রী

Daily Jugabheri
প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৪ ০৩:৪৫:৪৫
ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে : ধর্ম মন্ত্রী

 যুগভেরী ডেস্ক ::: ধর্ম মন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, পবিত্র কোরআনের ৩০ প্যারা ডিজিটালাইজেশন করাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।  তিনি আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গত ৪ ফেব্রুয়ারি জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবটি উত্থাপন করেন। জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন তার এই প্রস্তাব সমর্থন করেন।
তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন সম্প্রসারণ ও সুউচ্চ মিনার নির্মাণ করা হয়েছে। হজ ও ওমরা ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ প্রণয়ন করা হয়েছে। আশকোনা হজ ক্যাম্প হজ যাত্রীদের জন্য সময়োপযোগী করা হয়েছে। হজ ক্যাম্পের সাত তলা উর্দুমুখী সম্প্রসারণ করা হয়েছে। ই-হজ বা ডিজিটালাইজেশন হজ ব্যবস্থাপনা চালু করা হয়েছে।
তিনি জানান, ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত ১৫ বছরে রেকর্ড সংখ্যক ১৩ লাখ ৯০ হাজার ৬৩৫ জন হজ্ব যাত্রী হজ্বব্রত পালন করেছেন। সরকার যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ২০২৩ এবং চট্টগ্রাম শাহী মসজিদ আইন ২০২৩ প্রণয়ন করেছে। ইসলামিক ফাউন্ডেশন এর কার্যক্রম উপজেলা পর্যায়ে পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। ওয়াকফাস্ট এর চাঁদা আদায় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৮-১৯ অর্থবছর থেকে ২০২২৩ অর্থবছর পর্যন্ত পাঁচ বছরে ওয়াকফোচাদা আদায় ৪১ কোটি ৬৫ লাখ ৮৪ হাজার ৪৯৩ টাকা।
মন্ত্রী বলেন, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের প্রতিটি উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করেছে।
তিনি জানান, বিগত ১৫ বছরে মুসলিম সম্প্রদায়ের মতো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামগত উন্নয়ন সংস্কার ও ধর্মীয় নেতাদের সম্পৃক্তকরণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণসহ আন্ত:ধর্মীয় সংস্কৃতি বিকাশে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে।
মন্ত্রী বলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮ এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮ প্রণয়ন করা হয়েছে। মসজিদ ভিত্তিক বয়স্ক ও গণশিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। একইভাবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্যাগোডা ভিত্তিক প্রাক প্রাথমিক শিক্ষা এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে চার্চ কেন্দ্রিক সান ডে স্কুলে অনুদান প্রদান করা হচ্ছে।
আলোচনায় অংশ নেন সরকারি দলের সদস্য বি এম কবিরুল ইসলাম, মোতাহেরুল ইসলাম চৌধুরী, বেগম হাবিবুল নাহার, জাতীয় পার্টির সদস্য রুহুল আমিন হাওলাদার, স্বতন্ত্র সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা মো. আব্দুল্লাহ এবং জয়া সেন গুপ্তা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন