এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

মৌলভীবাজারে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ২, আহত ৬

Daily Jugabheri
প্রকাশিত ১৯ জানুয়ারি, শুক্রবার, ২০২৪ ১৮:৪৪:৫২
মৌলভীবাজারে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ২, আহত ৬

মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশাকে বাসের ধাক্কায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে সদর উপজেলার মৌলভীবাজার-শেরপুর সড়কের দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাণ হারানো দুজন হলেন ৭০ বছর বয়সী আবাস মিয়া ও ৬৫ বছরের মধু মিয়া, যাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গ্রামে। তাদের মধ্যে আবাস মিয়া শেরপুর সিএনজি সমিতির সভাপতি ছিলেন।

আহত ছয়জনকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম দুজন নিহত ও ছয়জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মৌলভীবাজার থেকে দুপুর সাড়ে ১২টার দিকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস শেরপুর যাওয়ার পথে দুর্লভপুর এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আটজন হতাহত হন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন