এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

শান্তিগঞ্জে বাসের ধাক্কায় পথচারী নিহত

Daily Jugabheri
প্রকাশিত ১৫ জানুয়ারি, সোমবার, ২০২৪ ১৭:২৫:০৭
শান্তিগঞ্জে বাসের ধাক্কায় পথচারী নিহত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাগলি এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় আব্দুন নূর (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন৷

সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১২টায় শান্তিগঞ্জ উপজেলার সিলেট-দিরাই আঞ্চলিক মহাসড়কের গাগলি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুন নূর গাগলি গ্রামের মৃত আফিজ মিয়ার ছেলে৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে দিরাইর উদ্দেশ্যে ছুটে আসা একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস গাগলি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারী আব্দুন নূরকে ধাক্কা দেয়। এতে বাসটি একটি গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান ওই পথচারী। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, বেপরোয়া বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন৷ আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করেছি৷ বাসটি আটক করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন