এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

মৌলভীবাজার স্বর্ণের দোকানে হামলা চালিয়ে প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালংকার লুট

Daily Jugabheri
প্রকাশিত ১৫ জানুয়ারি, সোমবার, ২০২৪ ১৭:১৬:৩৪
মৌলভীবাজার স্বর্ণের দোকানে হামলা চালিয়ে প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালংকার লুট

স্টাফ রিপোর্ট :  মৌলভীবাজারে একটি স্বর্ণের দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।  রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শহরের এম. সাইফুর রহমান সড়কের রনি জুয়েলার্স এন্ড গোল্ড প্লেইট নামক স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।  এসময় হামলাকারীরা ১৮ থেকে ২০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নেয় বলে অভিযোগ দোকান মালিকের। এছাড়া হামলায় আহত হয়েছেন এক দোকান কর্মচারী।  স্থানীয়দের ধারণা স্বর্ণের দোকানের মালিক মহাদেব কর্মকারকে হত্যার উদ্দেশ্য এই হামলা চালানো হয়েছে। তাকে না পেয়ে স্বর্ণালংকার লুট ও ভাংচুর চালানো হয়।  জানা যায়, রোববার সকালে তিন থেকে চারজন মুখোশধারী দুর্বৃত্ত দোকানে ঢুকে লুটপাট ও এলোপাতাড়ি ভাংচুর শুরু করে। এ সময় দোকানের ম্যানেজার অন্তর সূত্রধর বাধা দিলে তাকে মারধর করে। পরবর্তীতে প্রত্যক্ষদর্শীরা আহত অন্তরকে হাসপাতাল নিয়ে যান এবং সেখানে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।   এ বিষয়ে রনি জুয়েলার্স এন্ড গোল্ড প্লেইটের সত্ত্বাধিকারী মহাদেব কর্মকার বলেন, সকাল ১১টা ২০ মিনিটের পর আমি ব্যাংকে যাই। ব্যাংক ম্যানেজারের সাথে জরুরি মিটিংয়ের সময় আমার মোবাইল সাইলেন্ট ছিল। পরে ১১টা ৪৫-এ ফোন হাতে নিলে জানতে পারি যে দোকানে হামলা হয়েছে। তখন সাথে সাথে দোকানে যাই।  মহাদেব কর্মকারের দাবি, হামলাকারীর ১৮ থেকে ২০ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।  তার উপর হামলা করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা মহাদেব কর্মকারের। তিনি বলেন, একটি গোষ্ঠি দীর্ঘদিন ধরেই আমার উপর আক্রমণ চালানোর চেষ্টা করছে। তারাই এ কাজ করে থাকতে পারে।  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, হামলার ঘটনা শোনার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে ঘটনাস্থলে হামলাকারীদের পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন