এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

মকসুদ বখ্ত’র স্মরণ সভা

Daily Jugabheri
প্রকাশিত ২৭ জানুয়ারি, সোমবার, ২০২৫ ০৩:৩৬:৪৮
মকসুদ বখ্ত’র স্মরণ সভা

যুগভেরী ডেস্ক ::: সোপানের প্রতিষ্ঠাতা সভাপতি মকসুদ বখ্ত এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্য ৬টায় সোপান হল রুমে এক স্মরণ সভার আয়োজন করা হয়। সোপান ১৯৯৪ সালের ১ জুলাই থেকে পথ চলা শুরু করে। প্রতিষ্ঠাকালীন সময়ে সোপানের কর্ণধারদের অন্যতম ছিলেন মকসুদ বখ্ত। তিনি সোপান প্রতিষ্ঠাকাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত সোপানের সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর মূত্যু দিবস উপলক্ষে সোপান কর্ম পরিষদের নির্বাহী সভাপতি মুক্তিযুদ্ধ গবেষক ও দৈনিক যুগোভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, খেলাঘর কেন্দ্রিয় কমিটির সদস্য কবি ও ছড়াকার সিরাজ উদ্দিন শিরুল। সম্পাদক (একাডেমিক) তপন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় আলোচনা করেন সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (অব) তাপসী চক্রবর্তী লিপি, সোপানের সিনিয়র সহ-সভাপতি শ্রীপদ ভট্টাচার্য, সহ-সভাপতি শাহিন আহমদ, চারু বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মালিক, সদস্য শ্যামল চন্দ্র দে প্রমুখ।
মকসুদ বখ্ত এর আলোকিত জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তার বলেন, তিনি একাধারে যেমন নেতৃত্ব দিতে পারতেন তেমনি ছিলেন পরম বন্ধুবৎসল। তিনি ছিলেন নাট্য জগতের মানুষ, অভিনয় করেছেন অনেক নাটকে তাছাড়া তিনি বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের ঘোষকের কাজও করেছেন। একজন অসাম্প্রদায়িক সামাজিক মূল্যবোধ সম্পন্ন মানুষ ছিলেন বখ্ত। সামাজিক মূল্যবোধ থেকেই তিনি সোপান প্রতিষ্ঠার অন্যতম সহযোদ্ধা ছিলেন। বক্তরা আরও বলেন তাদের প্রতিষ্ঠিত সোপান আজ সংস্কৃতির জগতে মধ্যগগনে বিরাজ করছে। সে যাত্রাকে আরও গতিময় করে সামাজিক মূল্যবোধ সম্পন্ন অসাম্প্রদায়িক তরুন সমাজ গড়ে তোলতে হবে। আর তাতেই মকসুদ বখ্তদের অসম্পূর্ন কাজ সম্পন্ন হবে।
স্মরণ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সম্পাদক (অর্থ) বিধান চন্দ্র দে, সংগীত শিক্ষক সুমিতা চৌধুরী, সুজিত তালুকদার, দুলন চৌধুরী, নিবেদীতা ঘোষ, মঞ্জু রানী , হরিপদ গোস্বামী, কানন চৌধুরী, শতাক্ষী চক্রবর্তী কৃষ্টি ও সোপনের সকল বিভাগের শিক্ষকমন্ডলী। আলোচনা শেষে কবিগুরুর গানের মাধ্যমে স্মরণ সভার সমাপ্তি হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন