এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেট ২৪নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের সম্মেলন সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত ২২ জানুয়ারি, বুধবার, ২০২৫ ২০:৩৭:০৪
সিলেট ২৪নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের সম্মেলন সম্পন্ন

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সাবেক মহানগর সভাপতি মোঃ শাহজাহান আলী বলেছেন, রাজনৈতিক গোষ্ঠী ও অভিজাত শ্রেণী দুর্নীতি-লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। অথচ কঠোর পরিশ্রম করেও শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত। অতীতে অনেক সংগঠন শ্রমিকদের মিথ্যা আশ্বাস দিয়ে তাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হতে হবে।

তিনি মঙ্গলবার বিকেলে নগরীর চালিবন্দর এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের শাহপরান পশ্চিম থানার ২৪নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শাহপরান থানা পশ্চিমের সভাপতি মোঃ আক্কাস আলীর সভাপতিত্বে ও সহ-সভাপতি এবাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাহপরান থানা পশ্চিমের উপদেষ্টা ড. মাওলানা এএইচএম সোলায়মান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহপরান থানা পশ্চিমের উপদেষ্টা ও ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সোহেল আহমদ রিপন, থানার সাংঠনিক সম্পাদক ইদ্রিস আলী, শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক ও হাবিবুর রহমান হৃদয় প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন