এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই রজব, ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জকে পুনরায় সিলেট-১ আসনের সাথে সম্পৃক্ত করতে স্মারকলিপি প্রদান

Daily Jugabheri
প্রকাশিত ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ১৭:১৬:২৭
কোম্পানীগঞ্জকে পুনরায় সিলেট-১ আসনের সাথে সম্পৃক্ত করতে স্মারকলিপি প্রদান

কোম্পানীগঞ্জ সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাকে জাতীয় সংসদের সিলেট-৪ আসন থেকে পৃথক করে পুনরায় সিলেট-১ আসনের সাথে সম্পৃক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন কোম্পানীগঞ্জ উপজেলা সর্বদলীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সৃষ্টির পর থেকে সিলেট-১ জাতীয় সংসদের আসনের সাথে সম্পৃক্ত ছিল। ফলে সিলেট সদরের সাথে কোম্পানীগঞ্জ উপজেলার মানুষের আত্মার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন ও শিক্ষা সংস্কৃতির ঘনিষ্ঠতা তৈরী হয়। বিগত ২০০৮ সালের পরবর্তী নির্বাচন কমিশন সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে কোম্পানীগঞ্জ উপজেলাকে সিলেট-১ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা থেকে পৃথক করে সিলেট-৪ এর সাথে সম্পৃক্ত করেন। এতে কোম্পানীগঞ্জবাসীর শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা সহ নানাবিধ অসুবিধার সৃষ্টি হয়। স্মারকলিপিতে তারা আরে উল্লেখ করেন, সিলেট শহর থেকে কোম্পানীগঞ্জের দূরত্ব অল্প ও উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সিলেট থেকে কোম্পানীগঞ্জ যাইতে সময় লাগে মাত্র ২৫ থেকে ৩০ মিনিট, অপর দিকে কোম্পানীগঞ্জ থেকে জৈন্তাপুর-গোয়াইনঘাট প্রায় ১২০ কি.মি দূরত্বে অবস্থিত এবং প্রায় ৪ (চার) ঘন্টার অধিক সময়ে পৌঁচ্ছাতে হয়। এছাড়া আয়তনের দিক দিয়ে সিলেট ৪ আসন বাংলাদেশের মধ্যে সর্ব বৃহৎ। যার আয়তন প্রায় ১০৪৫ বর্গ কি.মি এর অধিক। অপরদিকে সিলেট-১ আসন মাত্র ৩০১.৮১ বর্গ কি.মি এলাকা জুড়ে অবস্থান । স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা সর্বদলীয় নাগরিক কমিটির আহ্বায়ক হাজী সাহাব উদ্দিন, সদস্য সচিব মাওলানা ফয়জুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলী আকবর, সদস্য ইকবাল হোসেন ইমাদ, এড. বোরহান উদ্দিন খন্দকার ফরহাদ, আবু জাফর দোলন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন