এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট আম্বরখানায় রিকশা চালকের আকস্মিক মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত ১৫ জানুয়ারি, বুধবার, ২০২৫ ১৮:৩৩:০৭
সিলেট আম্বরখানায় রিকশা চালকের আকস্মিক মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগরের আম্বরখানা এলাকায় আব্দুল গাফফার (৬৫) নামে এক রিকশা চালকের আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯ টায় দিকে আম্বরখানা পয়েন্টের পুলিশ বক্সের সামনে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মার যাওয়া আব্দুল গাফফার রংপুর জেলার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বেগদাবা এলাকার বাসিন্দা। তিনি সিলেট মহানগরের শাহী ঈদগাহ এলাকায় বসবাস করতেন। তিনি অপলো আহমেদের গ্যারেজে থেকে রিকশা চালাতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,পথচারীরা জানান সকাল ৯ টায় রিকশা নিয়ে তিনি আম্বরখানা পয়েন্টে আসেন। হঠাত করে রিকশা থেকে তিনি পরে অসুস্থ হয়ে পড়েন, এ সময় স্থানীয় লোকজন তাকে আম্বরখানা পয়েন্ট ট্রাফিক পুলিশ বক্সের সামনে নিয়ে যান। পরে পুলিশের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকে ওই রিকশা চালকের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন