এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সমৃদ্ধশীল রাষ্ট্র বিনির্মাণে তরুণদের কাজ করতে হবে: কয়েস লোদী

Daily Jugabheri
প্রকাশিত ১৪ জানুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ১৭:৩১:০৯
সমৃদ্ধশীল রাষ্ট্র বিনির্মাণে তরুণদের কাজ করতে হবে: কয়েস লোদী

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সমৃদ্ধশীল রাষ্ট্র বিনির্মাণে তরুণ্যেরদের কাজ করতে হবে। আমাদের সবার নৈতিক দায়িত্ব তাদের সকল মানবিক কাজে উৎসাহ প্রদান করা। তরুণরা মেধা, মনন, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের অফুরান স্পর্ধায় আকাশ ছোঁয়ার অনিন্দ্য স্বপ্নকে বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। সুষ্ঠু পরিকল্পনা, প্রশিক্ষণ, সরকারের সুদৃষ্টি ও অনুপ্রেরণা তাদের প্রয়োজন রয়েছে। তরুণরা দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে কঠিন শপথে সম্মুখে। তরুণদের অনুপ্রেরণা জাগানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন আমরা সকলে মিলে তরুণদের মানবিক সমাজ বিনির্মাণে সহায়তা করি।

তিনি আরোও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের কাজ করতে আহবান জানিয়েছেন। সেই লক্ষ্যে তরুণরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সোমবার (১৩ জানুয়ারি) সমাজিক সংগঠন নিঃস্বার্থ পরিবার’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের সভাপতি মুক্তাদির কামালী দূর্জয়ের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য বিথি দের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল কাদির, সমাজসেবক সৈয়দ তালহা আলম, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, ছাত্রনেতা আব্দুস সালাম টিপু, নাসির উদ্দিন কামালী, রহিম কামালী, মনোয়ার কামালী মিঠু, আব্দুল মুনিম কামালী, আলী হোসেন রিয়াদ, তানজুম চৌধুরী, ফারদিন কামালী নাসির, আব্দুন নূর প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমন আহমদ ও গীতা পাঠ করেন টিনা শ্রাবণী। স্বাগত বক্তব্য রাখেন হুমায়রা নুসরাত উর্মি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন