এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই রজব, ১৪৪৬ হিজরি

পাকশাইল মহিলা মাদ্রাসায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ১১ জানুয়ারি, শনিবার, ২০২৫ ১৯:০৮:১২
পাকশাইল মহিলা মাদ্রাসায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ

যুগভেরী ডেস্ক ::: বিশিষ্ট আলেমে দ্বীন ও সমাজসেবী মাওলানা আমিনুল ইসলাম বলেছেন, দ্বীনি শিক্ষা অর্জনের মাধ্যমে নারীদের এগিয়ে যেতে হবে। নারীরা সুশিক্ষায় শিক্ষিত হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। নারীদের পিছনে ফেলে উন্নয়ন অগযাত্রা ত্বরান্বিত হয় না। তাই পর্দা ও আদবের সাথে নারীদের এগিয়ে যেতে হবে। তবেই দেশ ও জাতির কল্যাণ সাধিত হবে।
তিনি শনিবার (১১ জানুয়ারি) সকালে বড়লেখা উপজেলা বর্ণী ইউনিয়নের পাকশাইল মহিলা মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য সাইবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার প্রাক্তন ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রবাসী সাংবাদিক নুরুল হক জুয়েল, প্রবাসী কমিউনিটি লিডার বিলাল আহমদ ফারুক, বিশিষ্ট রাজনীতিবিদ কামাল উদ্দিন। আবু উবায়দার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাকশাইলের বিশিষ্ট মুরব্বী নোমান উদ্দিন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. ফজলুল হক সোহেল, পাকশাইল গ্রেট ভিশনের সভাপতি জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রতিটি শ্রেণিতে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী এবং ক্বেরাত ও গজল প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়,তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও বিশেষ মেধাবী হিসেবে তিনজনকে পুরষ্কৃত করা হয়।
উল্লেখ্য ২০১৮ সালে আব্দুস সালাম ও আব্দুল মান্নান কর্তৃক প্রদত্ত দানকৃত ভূমিতে যুক্তরাজ্য প্রবাসী জনাব আব্দুল মুয়ীদের উদ্যোগে পাকশাইল মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন