এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৯ই রজব, ১৪৪৬ হিজরি

মাধবপুরে স্বামীর বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত ০৬ জানুয়ারি, সোমবার, ২০২৫ ২২:৩৮:২৬
মাধবপুরে স্বামীর বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

পারিবারিক কলহের জের ধরে মাধবপুরে আছমা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।সোমবার (৬ জানুয়ারি) স্বামীর বাড়ি মাধবপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুমুটিয়া গ্রামের স্বামীর বাড়ির একটি বসত ঘরের দরজা ভেঙে আছমার মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ পোস্টমর্টেমের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহত আছমা আক্তার চুনারুঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চন্দনা এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। কয়েক বৎসর আগে মাধবপুর পৌরসভার গুমুটিয়া এলাকার চান মিয়ার প্রবাসী ছেলে জাহাঙ্গীর আলমের সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়। আছমা আক্তার ৬ মাস বয়সী মেয়েকে নিয়ে শশুরবাড়িতে বসবাস করতেন।

নিহত আছমা আক্তারের ছোট বোন সিলেটের ওসমানীনগর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল রাবেয়া আক্তার রত্না জানান, ‘আসমার উপর বেশ কিছুদিন ধরেই শাশুড়ি নুরজাহান বেগম ও ননদ তাসলিমা আক্তার শারীরিকভাবে নির্যাতন চালিয়ে আসছিল। রোববারও আছমাকে মারধর করে শাশুড়ি ও ননদ। নির্যাতন সইতে না পেরেই আমার বোন আত্মহননের পথ বেছে নিয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।’

আসমার শ্বশুরের পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘ খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে। অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন