এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই রজব, ১৪৪৬ হিজরি

নিঃস্বার্থভাবে উপকার করলে আল্লাহ সন্তুষ্ট হবেন : মুক্তিযোদ্ধা রফিকুল হক

Daily Jugabheri
প্রকাশিত ০৫ জানুয়ারি, রবিবার, ২০২৫ ০৮:০০:১০
নিঃস্বার্থভাবে উপকার করলে আল্লাহ সন্তুষ্ট হবেন : মুক্তিযোদ্ধা রফিকুল হক

সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে সংবর্ধনা প্রদান করলেন দক্ষিণ সুরমার আলমপুর এলাকাবাসী।  শুক্রবার (০৩ জানুয়ারি) রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমায় আলমপুর বিসিক শিল্পনগরী এলাকায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট রফিকুল হক বলেন, সিলেট বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত। সড়ক পথে ঢাকায় যেতে ১০ ঘন্টা লাগে। সিলেট থেকে ম্যানচেস্টার ফ্লাইট বন্ধের পথে, এইসব বিষয় সাংবাদিকদের কলমের লেখনীর মধ্য দিয়ে উঠে আসা প্রয়োজন। আমরা নেতার অপেক্ষা করলে হবে না। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে পাচার করেছেন নেতারা।   তিনি বলেন, সমাজের উপকার করতে চাইলে যেকোনো অবস্থান থেকে করা যায়। যে সমাজ সেবা করবে, তার গন্ডির ভেতর থেকেই করতে পারবে। আর সাংবাদিকদের মাধ্যমে আমরা সব খবর পাই। আজ ফিলিস্তিনে বর্বর হত্যা যজ্ঞের খবর সাংবাদিকদের মাধ্যমেই উঠে আসছে। আমরা আশা করবো সমাজের বিভিন্ন সমস্যা সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের লেখনীর মাধ্যমে উঠে আসবে।  নিঃস্বার্থভাবে উপকার করলে আল্লাহ সন্তুষ্ট হবেন।  শুক্রবার (০৩ জানুয়ারি) রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমায় আলমপুর এলাকাবাসীর উদ্যোগে সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  এলাকার বিশিষ্ট মুরব্বী শাসসুল ইসলামের  সভাপতিত্বে ও রিকন পাল’র উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী উস্তার মিয়া, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খাঁন দুলাল, বড়লেখা ডিগ্রী কলেজের প্রভাষক সনজিত কান্তি দে পিকু, পূর্বপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লী মো: আখতার হুসেন, রসমেলা ফুড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালক ফয়ছল আহমদ, আলমপুর জামে মসজিদের সেক্রেটারী আবুল হাসনাত, হবিনন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোর্শেদ আহমদ মুকুল, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাঈদ চৌধুরী টিপু।অনুষ্ঠান সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মঈন উদ্দিন বলেন, এলাকার সন্তান হিসেবে এমন সংবর্ধনা পেয়ে আমি গর্বিত। আমি আপনাদের ভালবাসার কাঙাল হয়ে থাকতে চাই। এলাকার যে কোনো সমস্যা, উন্নয়ন বঞ্চনা তুলে ধরতে সিলেট জেলা প্রেসক্লাব আপনাদের সারথী হয়ে পাশে থাকবে।   নব নির্বাচিত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, আলমপুর বাসী যে ভালবাসা দেখিয়েছেন, এই ভালবাসার কোনো বিনিময় হয় না। সাংবাদিকদের সংবর্ধনা প্রদানের সম্মানিত করার মধ্য দিয়ে অত্র এলাকার মানুষ নিজেদের সচেতনতার পরিচয় দিয়েছেন। আলমপুর এলাকাবাসী পক্ষে আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন, কানাডা প্রবাসী আব্দুস সামাদ সবুর, হাজী আব্দুস শহীদ, বিমন দে, জুবের আহমদ, মুক্তাদীর আলম এপ্লু, নূরুল ইসলাম সুমন, জাহাঙ্গীর আলম, ফয়সল উদ্দিন কুটি, ফখরুল ইসলাম, পিনাক দে, খালেদ আহমদ।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক শ্যামল সিলেটের সহকারি সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন নয়ন, স্টাফ ফটো সাংবাদিক আজমল আলী, এটিএন বাংলা ইউকে’র সিলেট প্রতিনিধি এসএম রফিকুল ইসলাম সুজন, সিলেট প্রতিদিনের স্টাফ ফটো সাংবাদিক রেজা রুবেল, সাংবাদিক ওহিদুর চৌধুরী, শফিউল আলম প্রমুখ।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন