filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo;
hw-remosaic: false;
touch: (-1.0, -1.0);
modeInfo: HDR ;
sceneMode: 2;
cct_value: 6178;
AI_Scene: (-1, -1);
aec_lux: 123.0;
aec_lux_index: 0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
albedo: ;
confidence: ;
motionLevel: 0;
weatherinfo: null;
temperature: 38;
গোয়াইনঘাট প্রতিনিধি :: সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটে তিনদিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। আর এই কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেছে গোয়াইনঘাটের সাধারণ কৃষকসহ অতিথিবৃন্দ।
রোববার সকালে গোয়াইনঘাটের বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রায়হান পারভেজ রনির সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, বর্তমান সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, হেফাজত ইসলাম গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষি ও প্রযুক্তি মেলায় কৃষি ক্ষেত্রে কৃষকদের বিভিন্ন মতামত নেন ও পরামর্শ দেন। এবং আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী ১৩ টি স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন