যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখানী এলাকার কৃতি সন্তান কবি, লেখক ও রাজনীতিবিদ সালেহ আহমদ খসরু বলেছেন, বাংলাদেশ যমুনা অয়েল লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক হিসেবে মনোনীত হওয়ার পর আমার দল ও বিভিন্ন সংগঠন থেকে সংবর্ধনা পেয়েছি, কিন্তু আজকের এ সংবর্ধনা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারন বাড়ীতে যদি আপনি আদর পান তা পৃথিবীর যেকোন আদরের চেয়ে বড়। আজ আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন তা আমি কোনদিন ভুলবো না। এই সম্মান আমাকে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। আমি যেন আমার কাজের মাধ্যমে সিলেটের সম্মান রাখতে পারি সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। তিনি বলেন, আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাবো।
বাংলাদেশ যমুনা অয়েল লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক হিসেবে মনোনীত হওয়ায় কলবাখানী এলাকাবাসীর উদ্যোগে গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
কলবাখানী এলাকার বিশিষ্ট মুরুব্বি আলতা মিয়ার সভাপতিত্বে ও সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের পরিচালনায় সংবর্ধান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি ফারুক আহমদ ইসহাক, মাসুক আহমদ, শামীম আহমদ, শফিকুল ইসলাম, শাহাব উদ্দিন আহমদ, রেদোওয়ান আহমদ নির্জন, রিপন আহমদ, কামাল আহমদ, এমরান আহমদ সহ এলাকার মুরুব্বি ও যুবসমাজ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন