এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুরমা বয়েজ ক্লাবের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ১৮ ডিসেম্বর, বুধবার, ২০২৪ ১৩:১৫:০৫
সুরমা বয়েজ ক্লাবের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

যুগভেরী ডেস্ক ::: মহান বিজয় দিবস উপলক্ষ্যে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে দিন ব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরীর কলবাখানী এলাকায় বিজয়ের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সুরমা বয়েজ ক্লাবের সভাপতি ও ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলওয়ার হোসেন সজিবের সভাপতিত্বে এবং সদস্য আব্দুল আহাদ সোহাগের পরিচালনায় পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবী মো. শামসুদ্দিন আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, মাসুক আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক একাত্তর পত্রিকার বার্তা সম্পাদক মো. মিসবাহ উদ্দিন আহমদ, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য শামীম আহমদ অর্ণব প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের সাফল্য ও অর্জন নিয়ে কথা বলেন। তারা বিজয়ের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং যুবসমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন