এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে বিজয় দিবস উদযাপিত

Daily Jugabheri
প্রকাশিত ১৭ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪ ০২:৪৯:৫৫
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে বিজয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। পতাকা উত্তোলন, র‌্যাালি ও শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর শেখঘাট ক্যাম্পাসে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়। ১৬ই ডিসেম্বর ২০২৪ তারিখ সকালে বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে নিয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করেন।   পরে এনইইউবি স্যোসাল সার্ভিসেস ক্লাব এর উদ্যোগে অসহায় শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপরে মহান বিজয় দিবস- ২০২৪ উপলক্ষে বিজয় দিবেসের বর্ণাঢ্য র‌্যালি উপাচার্যের নেতৃত্বে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মাধ্যমে সমপন্ন হয়।   এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিশ^বিদ্যালয়ের মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হারুনুর রশীদ, ডেভোলাপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান ড. শামীম আল আজিজ লেলিন, ব্যাবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ, ছাত্র কল্যাণ উপদেষ্টা রথীন্দ্র গোপ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী, পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, অর্থ পরিচালক অশোক রঞ্জন চৌধুরী, গ্রন্থাগারিক জিলুন নাহার চৌধুরী, ্এনইইউবি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সভাপতি মো. রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোহাম¥দ ইমন। এছাড়াও বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক ও কর্মকর্তা – কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন