এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

……………………………

আমীরে জামায়াতের উপস্থিতিতে সিলেটে এনডিএফ-এর চিকিৎসক সম্মেলন সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত ১৪ ডিসেম্বর, শনিবার, ২০২৪ ২০:৫২:০৩
আমীরে জামায়াতের উপস্থিতিতে সিলেটে এনডিএফ-এর চিকিৎসক সম্মেলন সম্পন্ন

যুগভেরী ডেস্ক ::: ন্যাশনাল ডক্টরস ফোরাম (এন.ডি.এফ) এর সিলেট বিভাগীয় চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর একটি বেসরকারী হাসপাতাল মিলনায়তনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।

বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ও এন.ডি.এফ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি (সিলেট বিভাগ) ডাঃ আবুল হাশেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ন্যাশনাল ডক্টরস ফোরাম (এন.ডি.এফ)-এর কেন্দ্রীয় সভাপতি ও দিনাজপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও ইবনেসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সাজেদ আব্দুল খালেক, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর আমীর মু. ফখরুল ইসলাম ও এন.ডি.এফ এর কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক বিশিষ্ট অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ সাইদুর রহমান রতন।

এন.ডি.এফ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা: জাহিদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.এম.এ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ আব্দুল মতিন, এন.ডি.এফ-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ মুদাব্বির হোসাইন, সাবেক সিলেট জেলা সভাপতি ও নর্থ ইস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মুসা এম.এ কাইয়ুম, উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বি.এম.ডি.সি শৃঙ্খলা কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ ইসমাঈল পাটোয়ারী ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জিয়াউর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে সিলেট বিভাগের সকল জেলার বিভিন্ন পর্যায়ের খ্যাতিমান চিকিৎসাবৃন্দ অংশগ্রহণ করেন। প্রবীণ ও নবীন চিকিৎসকদের এই সম্মেলন ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী চিকিৎসকদের মিলনমেলায় পরিণত হয়। সম্মেলনে ন্যাশনাল ডক্টরস ফোরামের সিলেট জেলা ও সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে কুরআনের দারস পেশ করেন নবগঠিত সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ ইকবাল আহমেদ চৌধুরী।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন নবগঠিত এন.ডি.এফ সিলেট জেলা শাখার সভাপতি ও উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ফজলুর রহিম কায়সার, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ খালেদ মাহমুদ ও সাধারণ সম্পাদক ক্যাজুয়াল্টি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ আহমদ নাসিম হাসান লাভলু।
পরিশেষে কেন্দ্রীয় সহ-সভাপতি (সিলেট বিভাগ) ডাঃ আবুল হাশেম চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। জুমার নামাজের পর মধ্যাহ্ন ভোজনের মধ্য দিয়ে সম্মেলন উৎসব মুখর পরিবেশে সমাপ্ত হয়। সম্মেলনে সিলেট বিভাগের পুরুষ ও মহিলাসহ প্রায় ৪ শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন