এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে গাভিয়ার খাল পরিষ্কারকরণ কর্মসূচি ও মশক নিধন কার্যক্রম শুরু

Daily Jugabheri
প্রকাশিত ১১ ডিসেম্বর, বুধবার, ২০২৪ ২১:১৩:৪৩
সিলেটে গাভিয়ার খাল পরিষ্কারকরণ কর্মসূচি ও মশক নিধন কার্যক্রম শুরু

যুগভেরী ডেস্ক ::: সিলেটে গাভিয়ার খাল পরিষ্কারকরণ কর্মসূচি ও মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মোঃ রেজা-উন-নবী পৃথকভাবে এই কর্মসূচি উদ্বোধন করেন।
সকালে নগরীর ১০ নং ওয়ার্ডে গাভিয়ার খাল পরিষ্কারকরণ এবং ১নং ওয়ার্ডে এ কর্মসূচি শুরু। মশক নিধনে তিনমাসব্যাপী কার্যক্রম চলবে। মশক নিধন কার্যক্রম চলবে নগরীর ৪২টি ওয়ার্ডে। পাইলট কর্মসূচির অংশ হিসেবে গাভিয়ার খাল পরিষ্কার করা হবে।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন