এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ০৭ ডিসেম্বর, শনিবার, ২০২৪ ০১:৩৯:১৯
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

গত ৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের আয়োজনে ‘চিঠি’ শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। বিশেষভাবে এই অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাসকে উৎসর্গ করা হয়। সন্ধ্যা ৫:৩০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত চলা এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিবার এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল।
এটি কালচারাল ক্লাবের নতুন কমিটি গঠনের পর প্রথম অনুষ্ঠান। অনুষ্ঠানের সমাপ্তি পর্বে আনুষ্ঠানিকভাবে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির প্রেসিডেন্ট অংশুমান বর্মন, জেনারেল সেক্রেটারি তৃষিতা তালুকদার রাত্রি, ট্রেজারার সৈকত দেব শাওন, এবং অর্গানাইজার তৌফিকুর রহমান রাব্বি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত শাহ ফরিদী। এছাড়া ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেলিন, কালচারাল ক্লাবের উপদেষ্টা ও সিএসসি বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন পারভেজ, ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আমির হোসেন, এবং সিএসসি বিভাগের প্রভাষক অয়ন দে ও কে. এম. আসিফুজ্জামান উপস্থিত ছিলেন। তারা ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং ভিসি স্যারের অনুপস্থিতিতে সম্মান স্মারক গ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালচারাল ক্লাবের সাবেক দুই প্রেসিডেন্ট অমর হাসান শান্ত এবং সপ্তর্ষি দেব শান, যাঁরা তাদের উপস্থিতি ও অভিজ্ঞতা দিয়ে অনুষ্ঠানে বিশেষ প্রানবন্ততা যোগ করেন।
উপস্থিত অথিতিবৃন্দ অল্প সময়ের প্রস্তুতিতে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। অনুষ্ঠানটির সাফল্যের পেছনে ক্লাবের সদস্যদের কঠোর পরিশ্রম এবং একাগ্রতাকে সাধুবাদ জানান ক্লাবের উপদেষ্টা শাহাদাত হোসেন পারভেজ। তিনি সাবেক প্রেসিডেন্টদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে পারফর্মারদের অসাধারণ উপস্থাপনার প্রশংসা করেন।   প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন